ঠা ঠা রোদের মধ্যেই জমির আল ধরে ছুঁটছেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। তাঁকে ঘিরে দুই-একজন নিরাপত্তাকর্মীও ছুঁটছেন। আর পিছনে বাঁশ নিয়ে তেড়ে আসছেন বেশ কয়েকজন গ্রামবাসী। মুখে তাঁদের জয় শ্রীরাম ধ্বনি। এমনই এক ভিডিও ভাইরাল হল মঙ্গলবার, রাজ্যে তৃতীয় দফার ভোটের দুপুরে। তৃণমূল প্রার্থীর দাবি, তাঁকে প্রাণে মারতে এসেছিল বিজেপি কর্মীরা। অপরদিকে গ্রামবাসীদের দাবি, তৃণমূল প্রার্থীর তাঁদের হুমকি দিচ্ছিলেন, এমনকি তাঁর নিরাপত্তারক্ষী বন্দুক তাঁক করেছিলেন। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি আরামবাগের আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। একসময় লাল দূর্গ আরামবাগ এখন তৃণমূলের অধীনে। সেখানেই এবার প্রার্থী হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী বর্তমান তৃণমূলে আসা সুজাতা মণ্ডল খাঁ।
তাঁর দাবি, এদিন বুথ জ্যাম হয়েছে শুনে তিনি আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতে ছুটে আসেন। এই সময়ই বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে ধরেন, এরপর মারধর করেন। তাঁর এক নিরাপত্তারক্ষীর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। তবে বিজেপির পাল্টা দাবি, এই ঘটনায় বিজেপি কর্মীরা যুক্ত নয়, গ্রামবাসীরাই স্বতস্ফুর্তভাবে তাঁড়া করেছিলেন তৃণমূল প্রার্থীকে। অপরদিকে গ্রামবাসীদের একাংশের অভিযোগ তিনি গ্রামে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন। গ্রামের কয়েকজনকে তিনি মারধরও করেছেন বলে অভিযোগ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। সুজাতাদেবীকে বাঁশ, লাঙল নিয়ে তাঁড়া করেন গ্রামবাসীরাই। কোনও মতে জমির আল ধরে ছুটে অন্য এলাকায় চলে যান তৃণমূল প্রার্থী। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে তিনি অভিযোগ করেন, তাঁকে প্রাণে মারতেই এই আক্রমণ। তৃণমূলের অভিযোগ, তাঁদের একটি গাড়িও ভাঙচুড় হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback