প্রবল গতিতে ছড়িয়ে যাচ্ছে করোনার নব্য ঢেউ | গত বছরের সাথে বিস্তর ফারাক এবারের সংক্রামণ | এতদিন বলা হতো করোনা ভাইরাস খুব ভারী সেটি উড়ে বেড়াতে পারে না, মাটিতে পরে থাকে ড্রপলেট এবং মাটি থেকেই চোরা মানুষের মধ্যে | একজনের থেকে একজন, এই ছিল ধারণা কিন্তু নব্য করোনা নিজেকে অনেক হালকা করে হওয়াতে ভেসে বেড়াচ্ছে অর্থাৎ বাতাসে ভাসছে কাজেই যে কোনও মানুষ যখন তখন আক্রান্ত হতে পারে | বাড়িতে তো আর কেউ মাস্ক পরে থাকবে না, সর্বনাশটা সেখানেই | এই অবস্থান জানাচ্ছে বিশ্ব চিকিৎসা মহল | যদি তাই হয়ে থাকে তা হলে উন্মুক্ত স্থানে কোনও খেলায় আশংকা থাকছেই | ৬/ ৭ মাসের ফারাকে আইপিএল ফিরে এসেছে এবং ভারতেই | যেখানে যেখানে খেলা হচ্ছে সেখানে প্রবল সম্ভাবনা থাকছে করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার | এরই মধ্যে অনেক দলের সদস্য আক্রান্ত হচ্ছে তবুও খেলা চলেছে | এটি বৃহত্তম স্বার্থে বন্ধ করা উচিত বলে জানাচ্ছেন প্রাক্তনীরা |
Post a Comment
Thank You for your important feedback