সাতসকালে তোপসিয়ার জুতোর কারখানায় ভয়াবহ আগুন

 

 


 ফের শনিবার সাতসকালে শহরে আগুন লাগার ঘটনা ঘটল । ভোরবেলায় তোপসিয়ার জুতোর কারখানায় আগুন লাগে। এরপর ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকলের ১০ টি ইঞ্জিন এসে পৌঁছয়। যদিও সকাল ৮ তা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়নি বলেই খবর পাওয়া যায়। এ জানা যায় ওই কারখানায় রবারের জুতো তৈরী হতো। এ কারখানাটি ঘিঞ্জি জায়গায়। এতে দমকলকর্মীদের কাজের অসুবিধা হয়.এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই. ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনই দমকলকর্মীরা জানায়নি।একের পর এক শহরে আগুন লাগার ঘটনা।গতকাল লেনিন সরণিতে পাখার গুদামেও ভয়াবহ আগুন লাগে। এরপর আজ সকালে ফের আরো এক শহরে আগুন লাগার ঘটনা। এলাকায় যদিও আতঙ্কের সৃষ্টি হয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post