বৃহস্পতিবারই ষষ্ঠ দফায় ভোট হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের সবচেয়ে আলোচিত বিধানসভা কেন্দ্র ভাটপাড়ায়। তবে ভোট মোটামুটি শান্তিপূর্ণই হয়েছিল অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ায়। কিন্তু ভোট মিটতেই হিংসার খবর সামনে এল। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরের। এরপরই এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া পুর এলাকার দুই নম্বর গলি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে রাজা চৌধুরী (১৬) নামে ওই কিশোর বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সেসময় বাইকে চেপে দুজন দুষ্কৃতী এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের একজন রাজার দুটি হাত পিছনে চেপে ধরে, এবং একজন মাথায় গুলি চালিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর বলে দাবি এলাকাবাসীর।
পুলিশের তরফে জানা যাচ্ছে রাজার নামে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি মামলায় তাঁর নাম রয়েছে। তবে এটি রাজনৈতিক কারণে খুন কিনা সেটা নিয়ে ধন্ধে পুলিশ। যদিও রাজার পরিবারের প্রশ্ন, মাত্র ১৬ বছরে সে কিভাবে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়তে পারে? ওই কিশোর বিশেষ কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল না বলে দাবি করে এই ঘটনায় যুক্তদের গ্রেফতার করতে হবে বলেই উত্তাল হয় এলাকা। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘটনাস্থল থেকেই একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback