বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটের দিনই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের প্রতাপপুরে বুথের বাইরে দায়িত্বপ্রাপ্ত পুলিস কর্মীকে হুমকি দিলেন এক তৃণমূল নেতা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করার সুযোগ হয়নি সিএন নিউজের। তবে ভিডিওটি ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। কি হুমকি দিয়েছেন ওই তৃণমূল নেতা?
আউশগ্রামের প্রতাপপুর ডাঙ্গাপাড়া হাইস্কুলের বুথের ২০০ মিটারের মধ্যে জমায়েতের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা অরূপ মিদ্দার বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে জমায়েত সরাতে যায়। তখনই দায়িত্বপ্রাপ্ত এক পুলিস কর্মীকে হুমকি দেন ওই তৃণমূল নেতা। রীতিমতো তেড়ে গিয়ে বলতে থাকেন,'তিনদিন পরে আমার সরকার আসবে। দেখব আপনি কত বড় অফিসার, আমি কত বড় নেতা! ভোট তো উৎসব। সবাইকে ভাগিয়ে দিচ্ছেন। এরকম করছেন কেন?' তখন ওই পুলিস কর্মী তাঁকে জানান,'ভোট দেওয়া হয়ে গিয়েছে আপনি চলে যান'। তার পর অরূপ মিদ্দা মেজাজ সপ্তমে তুলে বলেন,'শীতলকুচি করার ইচ্ছে আছে?
আমাদের গ্রামে ভোট মানে উৎসব'। তবে ভিডিওটিতে দেখা গিয়েছে শান্ত মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন ওই পুলিস কর্মী। এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। প্রতিবাদে সরব হয় বিজেপি। যদিও গোটা ঘটনায় নির্লিপ্ত অভিযুক্ত তৃণমূল নেতা অরূপ মিদ্দা। তিনি জানিয়ে দিয়েছেন, আমাদের ছেলেরা ২০০ মিটারের বাইরে রয়েছে। ভোট তো উৎসব। সেই উৎসব দেখতে সবাই চলে এসেছে। গ্রামকে গ্রাম ভোট দেখতে আসে। বরাবর এখানে এটা ট্র্যাডিশন।
Post a Comment
Thank You for your important feedback