ভোটের মরশুমে গোটা রাজ্য এখন রাজনৈতিক হিংসায় উত্তাল হয়ে উঠেছে। একদিকে শাসক দল আক্রান্ত হচ্ছে অন্যদিকে বিজেপি দল ও মারধর খাচ্ছেন। এবার তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোনারপুর -রাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের জলপল এলাকায়। সোমবার বাড়ি ফেরার পথে রাতেরবেলা আচমকাই তাদের ওপর হামলা চালানো হয়। এদিকে অভিযোগের তীর কিন্তু বিজেপির দিকে। নিমাই সর্দার ও রণ সর্দার নাম দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এমনকি মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া রড ,লাঠি ও বন্দুকের বাট দিয়ে তাদের মারা হয়েছে। ঘটনায় আহত মোট ৪ জন। এই ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে রাজচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
এরপর এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয় জানিয়েছে পুলিশ। এরপর ওই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা পাপিয়া হালদারের অভিযোগ ,'নির্বাচনে খারাপ ফল হবে বলেই আগে থেকে সন্ত্রাস শুরু করেছে বিজেপি। আচমকা তাদের কর্মীদের ওপর হামলা করা হয়।এই ঘটনার পর যদিও অস্বীকার করেছেন,সোনারপুর উত্তর বিধানসভার ১ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি তাপু চৌধুরী। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে এলাকাবাসী।
Post a Comment
Thank You for your important feedback