ভারতে নব্য করোনা, বিশ্ব রেকর্ড করার পথে | বেশ কিছু রাজ্যে ভয়াবহ ভাবে সংক্রমণ বাড়ছে ফলে মহা দুশ্চিন্তায় সরকার থেকে আম জনতা | এরই মধ্যে শুরু উত্তরাখণ্ডে কুম্ভমেলা | কে করবে নিষেধ ? ইতিমধ্যে বুধবার প্রায় ২৮ লক্ষ শাহী স্নান করতে হরিদ্বার পৌঁছিয়েছে | এরা সামাজিক দূরত্ব না মেনেই শহরের বিভিন্ন প্রান্তে গা ঘেঁসাঘেসি করে রাত কাটাচ্ছে কারণ হোটেল সরাইখানা পূর্ণ , লোককে জায়গা দিতে অপারগ | বুধবারের স্নানের পর সংক্রমণ কি আকার ধারণ করবে কেউ জানেনা |
মহারাষ্ট্র সরকার, উত্তরাখন্ড সরকারকে এই স্নান বন্ধ করতে অনুরোধ করেছিল কিন্তু উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত পরিষ্কার জানিয়েছেন, এতো মানুষকে এই পুন্য স্নান থেকে বিরত হওয়ার কথা বলা যাবে না | এই দুদিনে লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করছে সামাজিক দূরত্ব না রেখেই | এতে "সুপারস্প্রেডর" হবে অর্থাৎ আরও কয়েক লক্ষ মানুষ সংক্রামিত হবে এবং ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে যাবে সারা দেশে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের |
Post a Comment
Thank You for your important feedback