রবিবার অর্থাৎ আজ নির্বাচনী প্রচারে রাজ্য সফরে আসছেন অমিত শাহ. আজ মোট তিনটি কর্মসূচি রয়েছে। প্রথমে হাবাড়ায় রোড শো করবেন। এরপর একটি ঘরোয়া বৈঠকে সামিল হবেন। শেষে হাবড়ার বিজেপি কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক সারবেন অমিত শাহ। এদিকে তৃণমূল অবশ্য এই বিষয় নিয়ে গুরুত্ব দিচ্ছেন না। হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, 'অমিত শাহ রাজ্য সফরে আসুক,কিন্তু কোন ও লাভ নেই'। এবারেও হারবে রাহুল সিনহা। অন্যদিকে হাবাড়ায় রাহুল সিনহার হয়ে প্রচারে অমিত শাহ আসায় বিজেপি প্রার্থী রাহুল সিনহা জানালেন ,'অমিত শাহ আসছেন মানে তার কাছে বড় পাওয়া'। রাজ্য বিজেপির সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকালে পূর্বস্থলীতে জনসভার পরে নাকাশিপাড়ায় জনসভা করবেন অমিত। এর পরে জনসভা রয়েছে স্বরূপনগরে। সেখান থেকে বিকেলে যাবেন হাবড়ায়। দেশবন্ধু পার্ক থেকে হাবড়া সুপার মার্কেট পর্যন্ত রোড-শো করার পরে তিনি স্থানীয় অনুপমা কমিউনিটি হলে স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে একটি ঘরোয়া সভা করবেন। শেষ প্রচার জোরদার করতে তাই রাজ্যে আর ও একবার আসছেন অমিত শাহ। t
Post a Comment
Thank You for your important feedback