বাংলায় আজ তৃতীয় দফার ভোট হচ্ছে তিন জেলার ৩১ আসনে। কিন্তু ভোট যত এগোচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের ক্ষোভ ততই বাড়ছে। এদিনও তৃণমূল নেত্রী সরব হলেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। রীতিমতো টুইট করে প্রশ্ন তুললেন, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে। এর আগেও বারবার আধা সেনা নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার সকালেই তিনি টুইট করে লিখলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার চলছেই। উর্দি পরা বাহিনীকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূল প্রার্থীদের ভয় দেখতে কিংবা মানুষকে একটি দলকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করতে। আমরা বারবার এই সব ঘটনা তুলে ধরলেও নির্বাচন কমিশন নীরব দর্শক’। সেই সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যাতে দেখা যাচ্ছে সংবাদমাধ্যমের সামনেই কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কয়েকজন ভোটার। তৃণমূল অবশ্য এর আগের দুই দফাতেই বাহিনী নিয়ে বারবার অভিযোগ তুলেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে যেমন ভোটারদের ভয় দেখানো, প্রভাবিত করা হচ্ছে, তেমনই টাকাও বিলি করছে বিজেপি। এদিনও তৃতীয় দফার ভোটের দিন প্রায় একই ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।
অপরদিকে মঙ্গলবার দেশের ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হচ্ছে। এদিন সকালেই স্থানীয় ভাষায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুরোধ জানালেন। তিনি তামিল, অসমিয়া, বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় টুইট করে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, বিপুল সংখ্যক ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করে তুলুন।
Post a Comment
Thank You for your important feedback