উত্তর ২৪ পরগনায় ভোট পড়ছে কম

 
 

 

 

 

 

 

 

 


পঞ্চম দফার মতোই এবারেও উত্তর ২৪ পরগনাতে ভোট পড়ছে কম | পঞ্চম  দফায় দেখা গিয়েছিল বিভিন্ন জেলায় অন্যান্য ভোটের চেয়ে 0.৫-১% বেশি ভোট প্রদান হয়েছিল, কিছু জায়গায় ২% মতো ভোট বেশি পড়েছিল | কিন্তু ব্যতিক্রম ছিল উত্তর ২৪ পরগনা | এখানে অন্তত ৩% ভোট কম পড়েছিল বেশ কিছু জায়গায়, বিধাননগর তার অন্যতম স্থান | কারণ অবশ্যই করোনার আতঙ্ক | ষষ্ঠ দফার ভোটেও বর্ধমান বা উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ভোট কম পড়ছে  দুপুর ১ টা অবধি | দেখা গিয়েছে শহুরে মানুষের অনেকেই ভোট দিতে দ্বিধায় রয়েছে বিশেষ করে অবাঙালিদের ভোট কম পড়ছে | চিন্তায় সব রাজনৈতিক দল, ভাবনা তাদের ভোট কি অবস্থায়  অবস্থান করছে |   



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post