দেশে করোনার দ্বিতীয় স্ট্রেন মার্চ থেকেই দাপট দেখাচ্ছে। তালিকার প্রথমার্ধেই মহারাষ্ট্র। সেখানকার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মহারাষ্ট্রে এরপর নাইট কার্ফি এবং আংশিক লকডাউন জারি করা হয়েছে বিভিন্ন শহরে। সারা দেশের মতো ওই রাজ্যেও বন্ধ স্কুল-কলেজ। এবার মহারাষ্ট্রের শিক্ষা দফতর সিদ্ধান্ত নিল, কোনও পরীক্ষা ছাড়াই নবম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরবর্তী শ্রেণীতে উর্ত্তীণ করা হবে। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড জানান, 'কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে ও পড়ুয়াদের সুরক্ষার বিষয় নজর রাখতেই এই সিদ্ধান্ত। অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে ও পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে উত্তীণ করা হবে বলেও জানান তিনি। মহারাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৫৯ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছেন। তাই শিক্ষা দফতর পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল।
Post a Comment
Thank You for your important feedback