করোনা নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন

 

 

রাজ্যজুড়ে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। এরমধ্যেই ভোটপর্ব চলছে। এই পরিস্থিতিতে রাজ্যে সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে রাজ্যের ১০টি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাকি চার দফার ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনও রদবদল করা যায় কি না মূলত সেটা নিয়েই আলোচনা হতে পারে ওই বৈঠকে। উল্লেখ্য, রাজনৈতিক প্রচারে জমায়েত কমানো যাচ্ছে না, এই অভিযোগ তুলে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রচারের সময় যাতে রাজনৈতিক দলগুলো কোভিড গাইডলাইন মেনে চলে, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। শুক্রবার বেলা ২টোয় হবে এই সর্বদলীয় বৈঠক। প্রতিটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন এই বৈঠকে। কোভিডবিধি মেনেই হবে বৈঠক। শুক্রবারের বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জগমোহন ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকেও ডেকে পাঠানো হয়েছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post