প্রবল গতিতে বাড়ছে করোনা ভাইরাস, ডাক্তারদের মতে নতুন স্ট্রেন | কিন্তু বাংলায় কতটা ছড়ালো তা জানা সম্ভব হচ্ছে না কারণ সরকারি চেয়ারে নেই কেউই তবে ভয়ঙ্কর হচ্ছে তা বলাই বাহুল্য | দিল্লি থেকে নেতারা নিয়মিত আসছেন কে কোন রোগ বহন করে আনছেন কে জানে, একই ভাবে বিভিন্ন প্রান্ত থেকে সেন্ট্রাল ফোর্সের আগমনও চিন্তার কারণ এদের তো আর পরীক্ষা করা হচ্ছে না | একই ভাবে রাজ্যে নেতারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন তাঁরাও দায় এড়াতে পারেন না | মঞ্চ স্যানেটয়িস করা হচ্ছে কিন্তু জনসভাতে যারা আসছেন তাঁদের সুরক্ষা কোথায় ?
ভয়ঙ্কর হচ্ছে প্রার্থীরা পায়ে হেটে বাড়ির দুয়ারে দুয়ারে যাচ্ছেন তাঁদের মুখে মাস্ক কোথায় ? মনে রাখতে হবে এই নতুন স্ট্রেন কিন্তু একের থেকে একসাথে ২০ জনকে আক্রান্ত করতে পারে | কোনও মঞ্চ থেকে সাবধানবাণীই বা কোথায় ? প্রধানমন্ত্রী নিজে সতর্ক, নতুন স্ট্রেন নিয়ে আগামীকাল সভাও করছেন | কিন্তু মোদিরই দায়িত্ব একা কেন, উঠছে প্রশ্ন ? বাংলাদেশে সোমবার থেকে লকডাউন, প্রশ্ন এই রাজ্যের কি হবে ?
Post a Comment
Thank You for your important feedback