বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৬.০৭%, শীর্ষে অশান্ত বীরভূম

 

অষ্টম বা শেষ দফা নির্বাচনে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত গোলমালের ঘটনা সামনে এলেও ভোটদান মোটামুটি শান্তিপূর্ণই। কলাকাতা এবং বীরভূমের বিভিন্ন জায়গায় বোমাবাজি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল থেকে। তবে ভোটদানের হার সন্তোষজনক। নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী এদিন দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৭৬.০৭ শতাংশ। এরমধ্যে অশান্ত বীরভূমে সবচেয়ে বেশী ভোট পড়েছে। বীরভূমে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৮১.৮২%, এছাড়া মুর্শিদাবাদে ভোট পড়ল ৭৮.০৯%, মালদায় ৭৯.৯৮% এবং কলকাতা উত্তরে ভোট পড়েছে ৫৭.৮৫ শতাংশ। এবার দেখে নিন কোন বিধানসভা কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল।

কলকাতা উত্তর—

বেলেঘাটা— ৬০.৮৭%
চৌরঙ্গী— ৫১.৯৮%
এন্টালি— ৬৫.৭৯%
জোড়াসাঁকো— ৪৮.৪৫%
মানিকতলা— ৬০.৯২%
শ্যামপুকুর— ৫৬.৫৩%
কাশিপুর-বেলগাছিয়া— ৫৮.১৭%

বীরভূম জেলা—

বোলপুর— ৮০.৫৪%
দুবরাজপুর— ৮১.০৫%
হাঁসন— ৮৩.০২%
লাভপুর— ৮৪.০৩%
ময়ুরেশ্বর— ৮৩.৬৩%
মুরারই— ৮০.৩৫%
নলহাটি— ৮২.৬৯%
নানুর— ৮১.৪৫%
রামপুরহাট— ৮০.০৪%
সাঁইথিয়া— ৮৩.৯৫%
সিউড়ি— ৭৯.৮৫%

মালদা জেলা—

বৈষ্ণবনগর— ৮৩.০৩%
ইংলিশবাজার— ৭৬.১৩%
মালদা— ৮০.৮৮%
মানিকচক— ৭৯.৫৭%
মোথাবাড়ি— ৭৯.৬১%
সুজাপুর— ৮১.০০%


মুর্শিদাবাদ জেলা—

বহরমপুর— ৭১.১৪%
বেলডাঙা— ৭৭.৪৪%
ভরতপুর— ৭৫.৩২%
বড়েঞা— ৭৮.১৫%
ডোমকল— ৮১.২৫%
হরিহরপাড়া— ৮৪.১৯%
জলঙ্গি— ৮১.৫৫%
কান্দি— ৭৪.৭৫%
খড়গ্রাম— ৭৮.৩৫%
নওদা— ৭৯.২০%
রেজিনগর— ৭৭.৪৪%


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post