রবিবার রাতেই কলকাতায় আসছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন | অমিতাভ পত্নীর আচমকা কলকাতায় আসা নাকি ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব | অখিলেশ প্রথম তৃণমূলকে সমর্থন করেন পরে বাকি বিরোধীরা | কিন্তু জয়া কেন ? প্রথমত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ, কলকাতা ফিল্ম ফেস্টিবলে তিনিও অমিতাভ বচ্চনের সাথে এসেও ছিলেন | এছাড়া দ্বিতীয়ত তিনি বাঙালি, সত্যজিৎ রায়ের ছবিতে তাঁর আত্মপ্রকাশ |
কিন্তু সবচেয়ে বড় বিষয়ে এক সময়ে মিঠুন চক্রবর্তী তৃণমূল সাংসদ ছিলেন, অমিতাভ এবং মিঠুনের আলাদা ক্যাম্প ছিল, তাই মিঠুনের কাউন্টার পার্ট হিসাবে প্রচারে নামানো এক মাস্টার স্ট্রোক | জয়া তিনদিন কলকাতায় থাকবেন এবং সম্ভবত রোড শো করবেন | প্রচার মঞ্চেও উঠতে পারেন | দেখার বিষয় ডিস্কো ডান্সার মিঠুন না কি গুড্ডি জয়া, কে জিতবে প্রচারে |
Post a Comment
Thank You for your important feedback