ভোটের দিনও গলসিতে ফের বোমা বিস্ফোরণ

বাংলায় চলছে তৃতীয় দফার ভোটগ্রহন। আর এই দিনও ফের পূর্ব বর্ধমানের গলসি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল। রবিবারের পর মঙ্গলবারও বোমা বিস্ফোরণ হল একটি নির্মিয়মান বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন সকাল এগারোটা নাগাদ গলসির রাইপুর শিক্ষাকেন্দ্রের পাশে একটি নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ওই নির্মিয়মান বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। জানা যাচ্ছে ওই বাড়ির মালিকের নাম শেখ রফিকুল। ঘটনার খবর পেয়েই সেখানে যায় গলসি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ভোটের আগে সেখানে বোমা মজুদ করা হয়েছিল। সেগুলিই কোনওভাবে ফেটে গিয়ে এই বিস্ফোরণ। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, রবিবার রাতেই গলসির আটপাড়া গ্রামে শেখ ফটিকের বাড়ির উঠোনের কাছেই বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল বাড়ির মালিককে। গত বছর সেপ্টেম্বর মাসে একটি গলসির শিশু শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। ভোটের আগে ঘন ঘন বোমা বিস্ফোরণে প্রশাসনিক কর্তাদের চিন্তা বাড়ছে। সেই সঙ্গে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। অপরদিকে খেজুরি-২ ব্লকের রামচক গ্রামে বিজেপির নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও যথেষ্ট পরিমাণ বারুদ। এই ঘটনায় খেজুরিতে উত্তেজনা ছড়ায়।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post