প্রবল বেগে বাড়ছে করোনার নতুন সংক্রমণ | এতটাই বাড়ছে যে লকডাউন ছাড়া বিকল্প উপায় নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল | ভয়ঙ্কর অবস্থা ছিল মহারাষ্ট্রে বা রাজধানী মুম্বাইতে কিন্তু ছড়িয়ে গিয়েছে দিল্লি সহ বাকি রাজ্যগুলিতে | এই সংক্রমণ এতটাই সাংঘাতিক যে এক সংক্রামিত ব্যক্তি অনায়াসে ২০ জনের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে দিতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের | শুক্রবার সর্বকালের সর্বোচ্চ সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে ভারতে |একদিনে সংক্রমণের সংখ্যা ১,৪৫,১৬৫ এবং মৃত্যু হয়েছে ৭৯৮ জনের | ব্যতিক্রম নয় এ বাংলাও কিন্তু সংখ্যা গণনা করা যাচ্ছে না কারণ অভিভাবকহীন প্রশাসন | এখন আতঙ্কের বিষয় ভোট করা যাবে তো নাকি আপাতত বন্ধ করা হবে ?
Post a Comment
Thank You for your important feedback