করোনা পরিস্থিতিতে শুক্রবার বাংলার সফর বাতিল করলেন মোদি


 শুক্রবার বাংলায় ভোটপ্রচারে আসছেন না প্রধান্মপন্থী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে সেই কথা টুইটে তিনি জানলেন। টুইট নরেন্দ্র মোদি লিখেছেন, ' শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন। সে কারণেই তিনি বাংলায় আসতে পারছেন না। সংক্ষিপ্ত টুইটে অবশ্য মোদী ভোটের প্রচার ইত্যাদি উল্লেখ করেননি। প্রসঙ্গত সমস্ত দলই প্রচারে কাটছাট করেছে। এদিকে বাংলাউয়ে বারংবার প্রধান্মপন্থী নরেন্দ্র মোদি প্রচারে আসছেন।এই নিয়ে বিজেপি দলেকে রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হচ্ছিল। এদিক বাড়ছে সংক্রমণ। সেক্ষেত্রে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর বাতিল করলেন। কিন্তু আদতে স্পষ্ট নয় প্রধানমন্ত্রীর ভোটপ্রচারের  কর্মসূচি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post