রাজ্যেজুড়ে চলা ভোটের আহবেই সম্প্রতি ডানকুনিতে অনুষ্ঠিত হল ঘোরোয়া টি-২০ টুর্নামেন্ট। এই বছর অনুর্ধ্ব ১২, ১৪ এবং ১৬ বয়সসীমার ৪০টি দল এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেছিল। ডানকুনি স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে গোটা রাজ্যের বহু ক্রিকেট অ্যাকাডেমি অংশ নিয়েছিল। ভবিষ্যতের তারকা তৈরি করতে এবং শিশুদের মধ্যে ক্রিকেট জনপ্রিয় করতেই ডানকুনি স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। যদিও করোনার জেরে গত বছর হয়নি টুর্নামেন্ট। তবে এবছর কোভিডবিধি মেনেই চলে টি-২০ প্রতিযোগীতা। খুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে হাজির ছিলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার এবং জাতীয় মহিলা দলের সদস্যেরাও। এবারের প্রতিযোগীতায় অনুর্ধ্ব ১২ বিভাগে বিজয়ী দল দেশবন্ধু ক্লাব। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ আদিত্য সরকার। অনুর্ধ্ব ১৪ বিভাগে বিজয়ী হয়েছে বোর্নভিটা ক্রিকেট অ্যাকাডেমি। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ অয়ুশ রায়। আর অনুর্ধ্ব ১৪ বিভাগে বিজয়ী হয়েছে আয়োজন ডানকুনি স্পোর্টিং ক্লাব। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ হয়েছে সৈকত বিশ্বাস।
Post a Comment
Thank You for your important feedback