কাশ্মীরে ফের সংঘর্ষ, খতম ৩ জঙ্গি


কাশ্মীর ফের উত্তপ্ত। দুদিন আগে সোপিয়ানে এনকাউন্টারে সাফল্য সেনাদের। ৭ জন জঙ্গি খতম হয়েছিল। এরপর আবার সেনা ও জঙ্গির সংঘর্ষে তিন জঙ্গির প্রাণ যায়।  শনিবার রাতে সোপিয়ানে  ১ জঙ্গি খতম হয়।  এরপর আর ও ২জঙ্গি কে খতম করা হয়.রবিবার কাশ্মীর পুলিশের বিবৃতিতে জানা যায়।  শনিবার রাতে সোপিয়ানের  হাদিপরা  এলাকায় যৌথ বাহিনীর দল সেখানে থাকে।এরপর ওই বাহিনীর চারপাশে ঘিরে থাকে জঙ্গিরা।এরপর লড়াই চলতে থাকে।কিছুক্ষন পর ১ জঙ্গির মৃত্যু। পরে ২ জঙ্গির ।  যদিও কাশ্মীর পুলিশের বিবৃতি অনুযায়ী  জানানো হয়,যারা সদ্য জঙ্গি দলে যোগ দিয়েছেন সেইসমস্ত জেহাদিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তৎপর নিরাপত্তাবাহিনী ও পুলিশ। কাশ্মীরের সোপিয়ানে একের পর এক লড়াইয়ে জঙ্গি খতম হতে দেখা যাচ্ছে। সেখানে সেনাদের এক সাফল্য বলা যায়।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post