করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলে আশিস ইয়েচুরি। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ চলেন, পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। যদিও বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে সীতারাম ইয়েচুরি নিজেই টুইট করে জানালেন, তার সন্তানের মৃত্যুর খবর। সংবাদ সংস্থার সূত্রের খবর, তিনি গুরুগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।এরপর সেখানেই তার চিকিৎসা চলছিল। এরপর আজ সাকলে তিনি মারা যান। ইতিমধ্যে সীতারাম ইয়েচুরি টুইটের মাধ্যমে সন্তানের মৃত্যুর খবরের পাশাপাশি চিকিৎসকদের ধন্যবাদ জানালেন। তিনি লিখেছেন,' চিকিৎসক ও নার্স প্রথম সারির যোদ্ধাদের আমার পশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই'। করোনা বাড়তেই মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনে দিনে। বহু মানুষের প্রাণ হারাতে হচ্ছে। আর তারমধ্যে প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরির সন্তান আশিস ইয়েচুরি।
Post a Comment
Thank You for your important feedback