৯০ দশকের সংগীত পরিচালনার ক্ষত্রে উঠে এসে বলিউডের জমি দখল করেছিলেন নাদিম আখতার সাইফি এবং শ্রাবন রাঠোর | নাদিম-শ্রাবনের জুটির সুর করা হিন্দি ছবির গান আজও মানুষের মুখে মুখে | সড়ক, সাজন, আশিকি ইত্যাদি ছবির সুরে আন্দোলিত হতো সেদিনের সিনেমা প্রেমীরা | কুমার শানুর উথান অনেকটাই নাদিম শ্রাবনের কল্যাণে | সিএ জুটি গত রাতে ভেঙে গেলো, না ছাড়াছাড়ি নয় একেবারে পৃথিবী থেকে বিদায় নিলেন শ্রাবন রাঠোর | করোনা সংক্রমণে ভুগছিলেন কয়েকদিন ধরে, ভর্তি হয়েছিলেন হাসপাতালে | কয়েকদিনের লড়াই থেমে গেলো | মৃত্যুর সময় শ্রাবনের বয়স হয়েছিল ৬৬ | তার পুত্রও করোনা সংক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি |
Post a Comment
Thank You for your important feedback