কয়লা -কাণ্ডে বাঁকুড়ার পুলিশ সুপারকে তলব সিবিআইয়ের


কয়লাপাঁচার কাণ্ডে একের পর এক পুলিশ আধিকারিকের নাম উঠে আসছে। এবার কয়লা পাঁচার কাণ্ডে  ফের আর ও এক  পুলিশ আধিকারিকের নাম. বাঁকুড়ার পুলিশ সুপার' কোটেশ্বর রাও 'কে তলব করল সিবিআই.আগমীকাল মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাকে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাঁচার  কাণ্ডে  এই কোটেশ্বর রাওয়ের যোগসূত্র আছে এমনটাই জানা যাচ্ছে। এর আগে একাধিক অভিযুক্তের নাম উঠে আসতে তাদের বাড়ি তল্লাশি করতে গিয়ে বিভিন্ন নথি খতিয়ে দেখতে তার নাম পাওয়া যায়. সেই বিষয় নিয়ে আগামিকাল সিবিআই জিজ্ঞাসাবাদ করবেন কোটেশ্বর রাওকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়লা পাঁচার  কাণ্ডে অভিযুক্তদের একটি তালিকা তৈরী করেছে। সেই অনুযায়ী  জিজ্ঞাসাবাফ করা হবে অভিযুক্তদের।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post