গান্ধী মূর্তির পাদদেশ থেকে ধরনা তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলনেত্রী এদিন বেলা ১২টার কিছু সময় আগেই কলকাতা ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে একাকি ধরনায় বসেন। প্রায় ঘন্টা তিনেকের ধরনায় তিনি বেশ কিছুক্ষণ ছবি আঁকেন। এরপর বেলা তিনটে নাগাদ ধরনামঞ্চ ত্যাগ করেন। প্রসঙ্গত, ‘প্ররোচনামূলক’ বক্তব্য রাখার জন্য নির্বাচন কমিশন তৃণমূলনেত্রীর প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। নির্দেশিকা অনুযায়ী সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভোটপ্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
এরই প্রতিবাদে তিনি হুইল চেয়ারে একাকি কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন। মুখে ছিল কালো মাস্ক এবং কালো স্কার্ফ। ঘন্টা তিনেকের ধরনা চলাকালীন রঙ-তুলি হাতে ছবি আঁকেন তৃণমূলনেত্রী আবার কখনও মোবাইলে কথাও বললেন কয়েকবার। এরপর বেলা তিনটে নাগাদ তিনি ধরনামঞ্চ ছেড়ে বাড়ির পথ ধরেন। গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের ধরনাকে সমর্থন করলেন সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব। টুইটার বার্তায় তিনি লিখলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি এটা প্রমাণ করছে যে বিজেপি এই নির্বাচনে হারছে। তাই এভাবে নিজেদের হতাশা প্রকাশ করছে বিজেপি’। যদিও রাজ্যের বিরোধী নেতৃত্ব এদিনের ধরনাকে কটাক্ষ করেছেন।
Post a Comment
Thank You for your important feedback