লেওয়ানডস্কি চোটের কারণে নেই, তাতেই যেন দিশেহারা বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে তাঁরা ৩-২ গোলে হারল প্যারিস সাঁ জাঁ ক্লাবের কাছে। গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলল বায়ার্ন, কিন্তু গোল করিয়ে নিজের জাত চেনালেন ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার ডি সিলভা। তিনি অবশ্য গোল করলেন না, তবে তিনটি গোলের পাসই তাঁর বাড়ানো। জোড়া গোল করলেন ফরাসি তারকা স্ট্রাইকার এমব্যাপে। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটা তাঁর ৮ নম্বর গোল। একটি গোল অধিনায়ক মার্কিনিয়সের। ম্যাচের ৬০ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে গোল করলেন জোসুয়া। আর কিমিখের ফ্রি-কিক থেকে বায়ার্নের দ্বিতীয় গোলটি করেন ৩১ বছর বয়সী জার্মান স্ট্রাইকার টমাস মুলার।
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বাইরের মাঠে ৩-২ গোলে জিতে অনেকটাই সুবিধে জনক জায়গায় থাকলো পিএসজি। পরের পর্বে লড়াইটা অনেকটাই কঠিন হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন বায়ার্নের। এদিনের ম্যাচে সারাক্ষণই চাপ রাখে বায়ার্ন, গোটা ম্যাচে ৬৪ শতাংশ বল দখল রাখে তাঁরা। গোল লক্ষ্য করে শট মারে ৩১টি, যারমধ্যে ১২টি ছিল অন টার্গেট। আবার মোট ১৫টি কর্নারও আদায় করে বায়ার্ন। কিন্তু কাজের কাজটাই করতে পারেননি সানে, মুলাররা। যেটা করে দেখালেন এমব্যাপে। অপর এক কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসি ২-০ গোলে উড়িয়ে দিল পর্তুগীজ ক্লাব পোর্তোকে। গোল করলেন, ম্যাসন মাউন্ট এবং বেন চিলওয়েল।
Post a Comment
Thank You for your important feedback