কয়লা পাচারকাণ্ডে সুপ্রিম কোর্টে মূল অভিযুক্ত লালার মামলার শুনানি ফের পিছল। মঙ্গলবারের পরিবর্তে এবার বৃহস্পতিবার হবে লালাকে গ্রেফতার করা নিয়ে মামলার শুনানি হবে। ফলে আরও দুদিন লালা ওরফে অনুম মাঝিকে গ্রেফতার করতে পারবে না। উল্লেখ্য মঙ্গলবারও সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন অনুপ মাঝি। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদে লালার উত্তরে গোয়েন্দারা খুব একটা সন্তুষ্ট নয়। তবে তিনি যে তদন্তে সহযোগীতা করছেন সেটা মেনে নিয়েছে সিবিআই। এর আগে সুপ্রিম কোর্টে ৬ এপ্রিল পর্যন্ত রক্ষাকবজ পান লালা। পরে তার সময়সীমা বাড়ে ১৩ এপ্রিল পর্যন্ত। সেই মতো মঙ্গলবার ডাকা হলেও লালাকে গ্রেফতার করতে পারতেন না তদন্তকারীরা। এবার সেই সময়সীমা আরও দুদিন বেড়ে গেল। তবে ইতিমধ্যেই লালার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তাঁরাও কয়লা পাচারের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছে। অপরদিকে, এদিনই কয়লা পাচারকাণ্ডে বাঁকুড়ার পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
Post a Comment
Thank You for your important feedback