সবে মিটেছে ভোটপর্ব, ফল প্রকাশ হতে প্রায় একমাস বাকি। কিন্তু তামিলনাড়ুর কংগ্রেস প্রার্থী পিএসডাবলু মাধব রাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। রবিবার সকালেই তিনি মারা গিয়েছেন বলে তামিলনাড়ু কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত প্রায় একমাস ধরেই তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যেই গত ৬ এপ্রিল ভোট হয় তামিলনাড়ুতে। দক্ষিণের ওই রাজ্যের বিরুধনগর জেলার শ্রীভিলিপুথুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী ছিলেন পিএসডাবলু মাধব রাও। তিনি কয়েকটি ভোট প্রচারে অংশ নেওয়ার পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও ভোটের ফলাফল প্রকাশ না হওয়ায় আপাতত ওই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে না বলেই জানিয়েছে কমিশন। তবে ভোটে যদি তিনিই জয়ী হন, সে ক্ষেত্রে উপনির্বাচন হবে ওই কেন্দ্রে। প্রার্থীর মৃত্যুর খবর পাওয়ার পর তামিলনাড়ু ও পুদুচেরির কংগ্রেস সচিব সঞ্চয় দত্ত টুইটবার্তায় দিয়েছেন। তিনি লিখেছেন, ‘কংগ্রেস নেতা তথা শ্রাধিলিপুথুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী শ্রী মাধব রাওয়ের মৃত্যুর সংবাদে অত্যন্ত ব্যথিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি’। প্রসঙ্গত, গোটা দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণের জের দক্ষিণের এই রাজ্যেও এসে পড়েছে। রোজই প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
Deeply pained to learn about the sad demise of @INCTamilNadu Leader & #Srivilliputhur Assembly #Congress candidate Shri #MadhavaRao, due to #Covid complications.
— Sanjay Dutt (@SanjaySDutt) April 11, 2021
Our heartfelt condolences to his family. We stand with them in this hour of grief & pray may his soul rest in peace. pic.twitter.com/rKHlU9CIkN
Post a Comment
Thank You for your important feedback