দেশে করোনা সংক্রমণ ৪ লাখ ছুঁইছুঁই, একদিনে মৃত প্রায় সাড়ে তিন হাজার

 কোভিডের  ভয়াবহ পরিস্থিতি দেশজুড়ে । কোনওভাবেই বাগ মানছে না মারণ ভাইরাস। দিনে দিনে রেকর্ড ভাঙছে সংক্রমণ। রোধ করা যাচ্ছে না মৃত্যুও । নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। কোভিডের বলি ৩ হাজার ৪৯৮ জন। একদিনে করোনামুক্ত ২ লাখ ৯৭ হাজার ৫৪০ জন। ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জন এমুহূর্তে করোনায় আক্রান্ত দেশে। 



তবে আশার কথা করোনা আতঙ্কের মধ্যেই চলেছে টিকাকরণ। বিশেষজ্ঞদের মতে, কোভিড যুদ্ধে টিকাই অন্যতম হাতিয়ার । দেশে ইতিমধ্যেই টিকা পেয়েছেন ১৫ কোটি ২২ লাখ ৪৫ হাজার ১৭৯ জন।



করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু বাড়ায়, রীতিমত উদ্বেগে দেশবাসী।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post