দেশে করোনা সংক্রমণ রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে। সংক্রমণের প্রথম ধাক্কার থেকেও মারাত্মক আকার নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। টানা চারদিন দেশে দৈনিক সংক্রমণ তিন লাখ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী (২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। অপরদিকে গত ২৪ ঘন্টায় ২,৭৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ভারতে, এটাও এখনও পর্যন্ত সর্বাধিক। ফলে এখনও পর্যন্ত ভারতে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনের প্রাণ নিল করোনা।
দৈনিক সংক্রমণ বৃদ্ধি এবং সুস্থতার হার কমার জন্য দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লাখ ২৯ হাজার ৮১১ জন। ফলে বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৮২ হাজার ৭৫১ জন। ভারতে এখনও পর্যন্ত মোট সংক্রমণের হার ৬.১০ শতাংশ আর গত ২৪ ঘন্টায় এই হার ২০.৩৪ শতাংশ। চিকিৎসক মহলের মতে যা যথেষ্টই উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে ভারতে টিকাকরণের হার অনেকটাই কম। কারণ গত শুক্রবার দেশে ৩১ লাখ ৪৭ হাজার ৭৭৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। শনিবার তা কিছুটা কমে হয় ২৯ লাখ ১ হাজার ৪১২। তাই টিকাকরণে আরও জোর বাড়ানোর কথাই বলছেন বিশেষজ্ঞরা।
Post a Comment
Thank You for your important feedback