করোনার বাড়বাড়ন্তে আগামী ৬ দিন লকডাউন থাকবে দিল্লিতে। সোমবার দুপুরেই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপরই সুরাপ্রেমীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। রাজধানীর বিভিন্ন মদের দোকানে লম্বা লাইন দেখা যায় বেলা বাড়তেই। এরপর সময় যত এগিয়েছে ততই মদের দোকানগুলিতে লাইন লম্বা হয়েছে। সেখানে নেই সামাজিক দুরত্বের বালাই আর অনেকের মুখেই মাস্ক দেখা গেল না। এরকমই সব ছবি এবং ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল মুহূর্তে। তবে এটা নিয়ে সোশাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, লকডাউনে খাবার, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং শিশু খাদ্যের মতো জিনিসের জন্য যত না ব্যকুলতা তার থেকে কয়েকগুণ বেশি ভিড় দেখা যাচ্ছে মদের দোকানে। সাধারণ মানুষের কাছে খাবারের থেকেও কি মদের চাহিদা বেশি? এই প্রশ্নও উঠছে।
দিল্লির কটন প্লেস, খান মার্কেট, গোলে মার্কেটের মতো এলাকায় একের পর এক মদের দোকানে লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে বলেই খবর। কোথায় কয়েকশো মানুষের লাইন আবার কোথাও হাজার ছাড়িয়েছে। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও মদের দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন। সংবাদ সংস্থা এএনআই এক ভিডিও শেয়ার করেছে, সেখানে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে ’৩৫ বছর ধরে মদ খাচ্ছি। ওষুধের প্রয়োজন হয় না। ইঞ্জেকশনে কিছু লাভ হবে না। মদেই যা লাভ হওয়ার হবে’। উল্লেখ্য, রবিবারই দিল্লিতে নতুন করে ২৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। উদ্বিগ্ন প্রশাসন, কিন্তু মদের দোকানের লম্বা লাইন বুঝিয়ে দিল উদ্বিগ্ন নয় সাধারণ মানুষ।
#WATCH Delhi: A woman, who has come to purchase liquor, at a shop in Shivpuri Geeta Colony, says, "...Injection fayda nahi karega, ye alcohol fayda karegi...Mujhe dawaion se asar nahi hoga, peg se asar hoga..." pic.twitter.com/iat5N9vdFZ
— ANI (@ANI) April 19, 2021
Post a Comment
Thank You for your important feedback