দ্বিতীয়বার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, আক্রান্ত তাঁর স্ত্রীও

দ্বিতীয়বারের জন্য করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর স্ত্রী রচনাও করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার বাবুল নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। এদিন টুইটে বাবুল লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আমি দ্বিতীয় বারের জন্য। দুঃখের বিষয় আসানসোলে এ বার আমি ভোট দিতে পারব না। কিন্তু ২৬ তারিখের ভোটে আমাকে রাস্তায় প্রয়োজন ছিল। কারণ তৃণমূলের দুষ্কৃতীরা ইতিমধ্যেই সেখানে অশান্তি করার চেষ্টা করছে’। উল্লেখ্য, বাংলায় ভোটের আবহে রাজনৈতিক নেতানেত্রীদের মধ্যে করোনার প্রকোপ বাড়ছে। 

 

রাজ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজন প্রার্থীর। রবিবারই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। এখনও আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মদন মিত্র, সাধন পাণ্ডে, অধীররঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তীর মতো নেতারা। এবার এই তালিকায় যুক্ত হলেন বাবুল সুপ্রিয়। করোনা আবহের মধ্যেই জনসভা ও ভোট প্রচারেই করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলায়। যদিও নির্বাচন কমিশন রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে। জনসভায় সর্বাধিক ৫০০ জন থাকতে পারবে বলেও নির্দেশিকা দিয়েছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post