দেশের ৮০ কোটি মানুষকে দু’মাস বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

প্রথম দফার থেকেও আরও শক্তি বাড়িয়ে দেশে প্রবলভাবে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে বড়সড় ঘোষণা করল কেন্দ্রের বিজেপি সরকার। মে এবং জুন মাসে দেশের ৮০ কোটি মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজোনায় বিনামূল্যে ৫ কেজি খাদ্যশষ্য দেবে কেন্দ্র। এর জন্য কেন্দ্রের খরচ হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আগামী বছরের জুন মাস পর্যন্ত নিখরচায় রেশন পাবেন পশ্চিমবঙ্গবাসী। এবার করোনার দ্বিতীয় ঢেউয়েও কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল মে এবং জুন মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষ নিখরচায় রেশন পাবেন। উল্লেখ্য, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় লকডাউন ঘোষণা করার পর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজোনা চালু করেছিল। তাতেও প্রতিমাসে ৮১ কোটি পরিবার বিনামূল্যে ৫ কেজি করে চাল বা গম দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই প্রকল্পই ফিরিয়ে আনা হল।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post