করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারত। দৈনিক সংক্রমণের হার যেমন হু হু করে বাড়ছে, তেমনই করোনায় মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে। ভয়াবহ পরিস্থিতি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে রায়পুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের মর্গে সার সার মৃতদেহ পড়ে রয়েছে সৎকারের অপেক্ষায়। রায়পুরের আম্বেদকর হাসপাতালের ওই দৃশ্য দেখে শিউড়ে উঠছেন দেশবাসী। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, এই প্রথমবার ছত্তিশগড়ে এই ধরণের পরিস্থিতি তৈরি হয়েছে। দৈনিক মৃত্যুর হার হু হু করে বেড়ে চলেছে। যার ফলে মর্গে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। অপরদিকে রায়পুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মীরা বাঘেল জানিয়েছেন, একসঙ্গে বহু করোনা রোগীর মৃত্যু হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একসঙ্গে এত মানুষের মৃত্যু হবে সেটা আগে ভাবা যায়নি। ওই হাসপাতালের মর্গে নতুন করে শীততাপ নিয়ন্ত্রিত ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু সেটি ছোট হয়ে গিয়েছে। তাই এত দেহ রাখার জায়গা হয়নি। তবে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের এক শীর্ষ আমলাও জানিয়েছেন, দ্রুততার সঙ্গে দেহগুলি সৎকারের ব্যবস্থা করা হচ্ছে, সেই সঙ্গে একটি নতুন বৈদ্যুতিক চুল্লি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
Horrific visuals.from Ambedkar hospital in Raipur by @Someshpatel00 Bodies of #COVID patients are piling up at mortuary faster than they can be cremated @GargiRawat @manishndtv @riteshmishraht @ranvijaylive @vinodkapri @ipsvijrk @ipskabra pic.twitter.com/9ozQ43lVfe
— Anurag Dwary (@Anurag_Dwary) April 12, 2021
Post a Comment
Thank You for your important feedback