দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬

বুধবার সন্ধ্যেয় কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গাড়ির ওপর প্রায় শ’খানেক লোক হামলা চালায় বলে অভিযোগ। যদিও দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের লোকজনই এই হমলার নেপথ্যে রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ওই ঘটনার পর রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে। অপরদিকে, এই ঘটনার জেরে বৃহস্পতিবার দিনভর প্রতিবাদ কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করা হবে বলেই জানিয়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব। 


বিজেপির দাবি, হামলার ঘটনায় প্রায় একশোর বেশি লোক ছিল। মাত্র ১৬ জনকে ধরে পুলিশ জনগণের চোখে ধুলো দিতে চাইছে। পাশাপাশি পুলিশ কেন আগেভাগে ব্যবস্থা নিল না? সেই প্রশ্নও তুলছেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার সকালেও কোচবিহারে নিয়মমাফিক প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘তৃণমূল ভয় দেখিয়ে, হিংসার মাধ্যমে নির্বাচনে জেতার চেষ্টা চালাচ্ছে। কাল আমি অনলাইনে অভিযোগ জানিয়েছি। মেডিক্যাল পরীক্ষাও করিয়েছি। কাল আমাদের কনভয়ের গাড়িতে ওরা বোমা মেরেছে। কিন্তু আমরা থেমে থাকব না’। পরে কোচবিহারের মাথাভাঙায় রোড শো করলেন দিলীপ ঘোষ। পরে তিনি যান সিতাইয়ে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post