শেষ দফায় নির্বাচনের আগেই রাজ্যে ভূমিকম্পের ভ্রুকুটি । সাতসকালেই কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা । কম্পন টের পাওয়া গিয়েছে দক্ষিণবঙ্গেও । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে খবর । বুধবার সকাল ৭টা ৫২ মিনিট নাগাদ শোনিতপুরে কম্পন অনুভূত হয়। কিছুক্ষণ পরেই কেঁপে ওঠে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ কয়েকটি জেলা । কোচবিহারে বেশ কিছুক্ষণ কম্পন অনুভব করেন স্থানীয়রা । প্রাণভয়ে বহুতল থেকে নেমে আসার হিড়িক পড়ে যায়। রাস্তায় নেমে পড়েন অনেকেই। কিছু সময়ের জন্য আটকে যায় যানবাহন । স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । এ ছাড়াও মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়।
পাশাপাশি কম্পন অনুভূত হয় কলকাতাতেও । নিউটাউন-রাজারহাটে বহুতলের বাসিন্দারা টের পান কম্পন । পাশের একাধিক বহুতলের আতঙ্ক ছড়ায় । তথ্য প্রযুক্তি কর্মীরা ভয়ে রাস্তায় নেমে পড়েন । তবে কলকাতাতে কম্পন কম ছিল বলেই খবর পাওয়া গিয়েছে।
Spoke to Assam CM Shri @sarbanandsonwal Ji regarding the earthquake in parts of the state. Assured all possible help from the Centre. I pray for the well-being of the people of Assam.
— Narendra Modi (@narendramodi) April 28, 2021
অন্যদিকে, ভূমিকম্পের জেরে অসমে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় । তবে আফটার শকের প্রবণতা রয়েছে বলেই জানাচ্ছেন ভূতত্ববিদরা । ভূমিকম্প পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ১৭ এপ্রিলই উত্তরবঙ্গে ভূমিকম্প হয় । সেই সময়ও উৎসস্থল ছিল অসম
#WATCH Assam | A building in Nagaon tilts against its adjacent building. An earthquake with a magnitude of 6.4 on the Richter Scale hit Sonitpur today. Tremors were felt in Nagaon too. pic.twitter.com/03ljgzyBhS
— ANI (@ANI) April 28, 2021
Post a Comment
Thank You for your important feedback