কিংবদন্তী কোচ হোসে মোরিনহোকে বরখাস্ত করেছে ইংলিশ
প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ফলে তাঁর জায়গায় কে আসবেন সেটা
নিয়ে ফুটবল বিশ্বে ছিল তুমুল কৌতুহল। আর এখানেই বড় চমক দিল স্পার্সরা।
মোরিনহোর হটসিটে তাঁরা বসালো রায়েন মেসেনকে। উল্লেখযোগ্য দিক হল তাঁর বয়স
মাত্র ২৯ বছর। এই বয়সেই রায়েন টটেনহ্যামের মতো প্রথম সারির দলের কোচের পদে
আসীন হলেন। আগামী ২৫ এপ্রিল টটেনহ্যাম ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের
ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নামবে রায়েন মেসেনের কোচিংয়েই।
উল্লেখ্য, মোরিনহোকে বরখাস্ত করার ২৪ ঘন্টার মধ্যেই নতুন কোচ নিয়োগ করল
টটেনহ্যাম।
বহু বছর কোনও ট্রফি আসেনি উত্তর লন্ডনের এই ক্লাবে। এবার রবি
কেন, সন ইউং মিংদের কোচ হিসেবে ঘটা করেই আনা হয়েছিল হোসে মোরিনহোকে। কিন্তু
তাঁর পারফর্মেন্সও আহামরি ছিল না। ফলে মরশুমের মাঝপথেই মোরিনহোকে ছাঁটাই
করে ক্লাব কর্তৃপক্ষ। আর তাঁর জায়গায় ২৯ বছর বয়সী তরুণ কোচকে এনে চমক দিল
তাঁরা। এক বিবৃতিতে টটেনহ্যাম জানায়, মরশুমের শেষ অবধি অস্থায়ী কোচের
ভূমিকায় আমরা রায়েন মেসনের নাম ঘোষণা করছি। রায়েনের পাশাপাশি নাইজেল
গিবস ও খ্রিস পাওয়েল অস্থায়ী সহকারী কোচের ভূমিকায় থাকবেন। মাইকেল
ভর্মকে গোলকিপার কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এনাদের পাশাপাশি লেডলি কিং
নিজের আগের ভূমিকাতেই থাকবেন। উল্লেখ্য, চোটের কারণে অচিরেই থেমে গিয়েছিল
রায়েন মেসেনের ফুটবল কেরিয়ার।
Post a Comment
Thank You for your important feedback