অবশেষে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন, করোনাবিধি না মানায় সরাসরি ১৩টি FIR দায়ের করল তাঁরা। বৃহস্পতিবার রাতেই ভোটপ্রচারে লাগাম পরিয়েছিল নির্বাচন কমিশন। ৫০০ জনের বেশি জমায়েত করে সভা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবারও বেশ কয়েক জায়গায় প্রচার চলে। বিভিন্ন প্রার্থীরাও প্রচার করেছেন। এরপরই ব্যবস্থা নেই কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, করোনাবিধি না মানায় বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ১৩টি FIR দায়ের করেছে তাঁরা। ৩৩টি শো-কজ নোটিশও জারি করা হয়েছে। এমনকি জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার পর কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। শুক্রবার বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করতে। জানা যাচ্ছে এরপরই পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ আসে। এরপরই নেওয়া হলে কড়া পদক্ষেপ। গতকাল নির্বাচন কমিশনের নির্দেশিকার পর ইতিমধ্যে রাজ্য সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি ভার্চুয়াল সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীও এদিন ভার্চুয়াল সভায় বক্তৃতা রাখেন। তবুও বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রার্থী এদিন জনসভা করেছেন। সেখানে দুরত্ববিধির বালাই ছিল না। ফলে কমিশন করা পদক্ষেপ গ্রহণ করল।
Post a Comment
Thank You for your important feedback