অফিস টাইমে জনবসতিপূর্ণ এলাকায় চলন্ত বাসে চলল গুলি, আতঙ্ক বালিতে

মঙ্গলবার সকালে অফিস টাইমে চলন্ত বাস লক্ষ্য করে চলল গুলি। কলকাতার অপর পারে হাওড়ার বালি এলাকার লালবাড়িতে জনবসতিপূর্ণ এলাকায় একটি এসি বাস লক্ষ্য করে গুলি চলে। তবে যাত্রীদের দাবি, ওই সময় বাসে কেউ দাঁড়িয়ে না থাকায় অঘটন ঘটেনি। গুলিটি সশব্দে বাসের জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায়। মুহূর্তে বাসের ভিতর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি থামতেই যাত্রীরা নেমে পড়েন বাস থেকে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ রাজচন্দ্রপুর থেকে বিধাননগর যাচ্ছিল এস ২৩ রুটের সরকারি এসি বাসটি। বালির লালবাড়ি এলাকায় জিটি রোডের ওপর বাসের একটি কাচ ভেঙে যায় গুলির জেরে বলেই দাবি যাত্রীদের। পরপর দুটি গুলি চলেছে বলেই জানা যাচ্ছে। খবর যায় বালি থানায়। যদিও পুলিশ এসে বাসটি এবং ওই এলাকায় তল্লাশি চালালেও গুলির শিসা বা খালি কার্তুজ, কিছুই পাওয়া পায়নি। আপাতত সত্যি ঘটনা জানতে বাসটির ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বালি থানার পুলিশ। তবে বিশেষজ্ঞদের ধারণা গুলি চলেনি, কোনও পাথর বা ইটের ঘায়েই বাসের কাঁচ ভেঙেছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post