দাপুটে বোলিংয়ে জয় পেল কেকেআর

 


আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারাল নাইট রাইডার্স । টানা হারের বদনাম ঘুচিয়ে ঘুরে দাঁড়াল নাইটবাহিনী । আইপিএলে চারটি ম্যাচ হারের পর  জয়ের মুখ দেখলেন ইয়ন মর্গানরা । দাপুটে বোলিংয়ে সফল কেকেআর । আমেদাবাদের বাইশ গজের হালকা ধারণা থেকে কোন ঝুঁকি নিতে চাননি নাইট অধিনায়ক । টসে জিতে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠায় কলকাতা নাইট রাইডার্স  । ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে  ১২৩ রান তোলে পঞ্জাব কিংস । নাইটদের বিধ্বংসী বোলিংয়ে, বড় রানের লক্ষ্যে ব্যর্থ হয় পঞ্জাব বাহিনী । ১৬.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মর্গানবাহিনী । ৫ উইকেটে তাদের সংগ্রহ ১২৬ । ‌৪০ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন নাইট অধিনায়ক।  আগের ম্যাচেগুলিতে ব্যর্থ হন নাইট ব্যাটসম্যানরা । ফলে জেতার জন্য অধিনায়কের ভরসা ছিল বোলাররাই। হতাশ করেননি শিবম মাভি, প্যাট কামিন্স, সুনীল নারাইন, প্রসিদ্ধ কৃষ্ণারা । 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post