আবার হার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, ২০২১ আইপিএলেও কলকাতা নাইট রাইডার্স আছে সেই তিমিরেই। মুম্বই ইন্ডিয়ান্স সামনে পড়লে গুটিয়ে যাওয়াটাই স্বভাব হয়ে গিয়েছে কেকেআর টিমের। ফলে মঙ্গলবার জেতা ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরে মাঠ ছাড়ল অইন মর্গ্যানের দল। অধিনায়ক হিসেবেও মর্গ্যান দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে আউট হলেন, আর ম্যাচ মাঠেই রেখে এলেন। ফলে নিশ্চিত জেতা ম্যাচ কেকেআর হারল ১০ রানে।
এদিনের হারের পর যথেষ্টই ক্ষুব্ধ দলের মালিক শাহরুখ খান। তিনি টুইট করে সেটা প্রকাশও করলেন, পাশাপাশি ক্রিকেটারদের ক্ষমাও চেয়ে নিতে বললেন। ম্যাচ হারার পর শাহরুখ টুইটারে লিখলেন, 'জঘন্য খেলা! কেকেআর তোমরা সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিও'।
Disappointing performance. to say the least @KKRiders apologies to all the fans!
— Shah Rukh Khan (@iamsrk) April 13, 2021
দারুন বল করে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১৫২ রানে বেঁধে ফেলেছিল নাইট বোলাররা। তবে নাইটদের প্রাক্তন, সূর্যকুমার যাদব এদিন যেন জ্বলে উঠলেন চেনা বেগুনি জার্সি দেখে। ৩৬ বলে ৫৬ রানের উপযোগী ইনিংস খেললেন সূর্য। অধিনায়ক রোহিত শর্মাও ভালো রান করলেন, ফলে মুম্বই ১৫২ রানে পৌঁছায় নির্ধারিত ২০ ওভারে। মাত্র দুই ওভার বল করে ক্যারাবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৫ উইকেট তুলে নিলেন মাত্র ১৫ রান দিয়ে।
১৫৩ খুবই সহজ টার্গেট কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী ব্যাটিং অর্ডারের কাছে। শুরুও জেতার মতো হল। বিশেষ করে ওপেনিং জুটি, নীতীশ রানা করলেন ৫৩ এবং শুভমন গিল ৩৩ রান করলেন। ম্যাচ ওখানেই প্রায় বেরিয়ে এসেছিল, কিন্তু পাল্টা আঘাত হানলেন হরিয়ানার লেগ স্পিনার রাহুল চহার। ২৭ রানে ৪ উইকেট নিয়ে কেকেআর-কে কাঁপিয়ে দিলেন একই, যোগ্য সঙ্গত দিলেন ট্রেন্ট বোল্ট ও ক্রুনাল পান্ডিয়া। ফলে প্রায় জেতা ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরে বসলেন অইন মর্গ্যানের দল। রানা ও গিলের বাইরে বাকিদের রান অনেকটা মোবাইল নম্বরের মতো দেখাল। রাহুল ত্রিপাঠি (৫), অইন মর্গ্যান (৭), শাকিব আল হাসান (৯), আন্দ্রে রাসেল (৯), দীনেশ কার্তিক (৯)। ফলে ফের মুম্বাইয়ের সামনে 'চোকার্স' প্রমাণিত হয়ে মালিকের ধমক জুটল মর্গ্যান-কার্তিকদের।
Post a Comment
Thank You for your important feedback