আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন। এরমধ্যেই আশঙ্কার কালো মেঘ কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। কারণ দলের অন্যতম সদস্য নীতিশ রানা করোনায় আক্রান্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। ফলে আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা খেল শাহরুখ খানের দল। সূত্রের খবর, তিনি ঘোরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি এবং ট মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট খেলে দু’দিনের জন্য ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন। সেখানেই সম্ভবত করোনা আক্রান্ত হয়েছেন নীতিশ রানা। নাইট শিবিরে যোগ দেওয়ার পর বাধ্যতামূলক করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাঁকে আইসোলেশনে রাখা হয়। অপরদিকে নাইট শিবিরের বাকি ক্রিকেটারও আলাদা করে নিভৃতবাসে রয়েছেন। যদিও এবারের আইপিএল খেলতে প্রত্যেকেই যোগ দিয়েছেন নাইট শিবিরে। এরমধ্যেই খারাপ খবর এল তাঁদের জন্য।
Post a Comment
Thank You for your important feedback