অক্সিজেনের আকাল দেশজুড়েই। পশ্চিমবঙ্গেও অক্সিজেনের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে কালোবাজারি রুখতে এবং দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। দুটি ফোন নম্বর দিয়েছে তাঁরা। ওই নম্বরের কোনও একটিতে ফোন করতেই দ্রুত গ্রীন করিডর করেই পুলিশ অক্সিডেন সিলিন্ডার পৌঁছে দেবে আর্তের কাছে। নম্বর দুটি হল- ০৩৩২২৫০৫০৯৬/০৩৩২২১৪৩৬৪৪। এখানে ফোন করলেই তাঁর কাছে ফোর্স পৌছে যাবে। এরপর অক্সিজেন সিলিন্ডার গ্রীন করিডর করে পৌঁছে দেওয়া হবে হাসপাতাল বা বাড়িতে। এজন্য রাজ্যের হাসপাতাল ও অক্সিজেন সিলিন্ডার বিক্রিতাদের সঙ্গেও আলোচনা করছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, রাজধানী দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি এবং বেআইনি মজুদ করার ঘটনা সামনে আসে। এরপর আগেভাগেই ব্যবস্থা নিল কলকাতা পুলিশ।
All concerned including Hospitals and Oxygen suppliers are requested to inform us at 03322505096 / 03322143644 of any movement of oxygen tankers/cylinders etc in the city of Kolkata so that we can provide exclusive corridor for their swift movement.
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) April 24, 2021
Post a Comment
Thank You for your important feedback