ইংল্যান্ডের ডিপার্টমেন্ট অফ এডুকেশনের নতুন পাঠক্রমে এবার স্থান পেল ভারত
তথা বলিউডের জনপ্রিয় আইটেম নাম্বার ‘মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে’। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ব্রিটেনে ইংয়ল্যান্ডের ডিপার্টমেন্ট অফ এডুকেশন সঙ্গীত বিভাগে নতুন পাঠক্রম চালু করেছে সম্প্রতি। সেখানেই ভারতীয় সঙ্গীতের বিবিধ ধারা বোঝাতে কিছু গানের অন্তর্ভূক্ত করা হয়েছে। তাতেই স্থান পেয়েছে দাবাং সিনেমার জনপ্রিয় এই আইটেম নাম্বারটি। এছাড়াও সিলেবাসে রয়েছে কিশোরী আমোনকারের 'সহেলা রে', অনুষ্কা শঙ্করের ‘ইন্ডিয়ান সামার’ এবং এ আর রহমানের 'জয় হো'। ভারতীয় সঙ্গীতের উল্লেখযোগ্য অংশ হিসাবে এই গানগুলিকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ এডিকেশনের তরফে জানানো হয়েছে, ভিন্ন ধারার সঙ্গীতের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যেই এমন সিলেবাস তৈরি করা হয়েছে।
১৫ জনের একটি প্যানেল এই গানগুলির জন্য সুপারিশ করেন। এরপরই এই সিলেবাস তৈরি করা হয়েছে বলেই দাবি তাঁদের। ২০১০ সালে মুক্তি পাওয়া সলমন খানের ছবি দাবাং কাঁপিয়ে দিয়েছিল বলিউড। সেই সিনেমাতেই ছিল মালাইকা আরোরার নাচের অসাধারণ এই আইটেম নাম্বার। সিলেবাসের গাইডেন্সে বলা হয়েছে, ভারতীয় মেইনস্ট্রিম সিনেমায় আইটেম গানের গুরুত্ব বোঝাতে গানটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। গানটির সুর, তাল, লয়, দৃশ্যপট, নাচ সমস্তই দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। তাই এই গানটিই বেছে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত চিরকালই পাশ্চাত্য সমাজে চর্চার বিষয় ছিল, এবার সেখানে জায়গা করে নিল আইটেম নাম্বার।
Post a Comment
Thank You for your important feedback