ভোট আহবে রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২০০০ পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে স্থগিত হোক বিধানসভা নির্বাচন। এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের অদূরে রাস্তার ওপর পিপিই কিট পড়েই শুয়ে বিক্ষোভ দেখালেন একটি অরাজনৈতিক দলের সদস্যরা। ৮ থেকে ১০ জন এই অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, চিকিৎসক মহল এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী একমাস খুবই উদ্বেগজনক। এই রাজ্যেও ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ৩ দিনের মধ্যে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে।
এই পরিস্থিতিতে রাজ্যে ভোট ঘিরে কার্যত উৎসব পালিত হচ্ছে। তাঁরা আরও দাবি করেছেন, এর আগে দুর্গাপুজো, ছটপুজো, ঈদের মতো উৎসবেও রাশ টানা হয়েছিল। মানুষও বিভিন্ন অনুষ্ঠান করেননি সেসময়। কিন্তু ভোট কেন বন্ধ করা হবে না? রাজনৈতিক দলগুলিও কেন ভোটের প্রচারে সভা, মিছিল, রোড শো বন্ধ করছে না? হাজার হাজার লোক জমায়েত করে প্রতিদিনই চলছে শক্তি প্রদর্শনের চেষ্টা। এতে করোনা আরও বাড়ছে, এবং আগামীদিনে আরও ভয়াবহ আকার নিতে চলেছে করোনা সংক্রমণ। ফলে তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে এভাবে ভোট বন্ধ হোক। নির্বাচনী সভা, মিটিং, মিছিল। বিকল্প কোনও উপায় খুঁজে বার করা হোক। এরজন্য পিপিই কিট পড়ে রাস্তায় শুয়েই প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা।
Post a Comment
Thank You for your important feedback