আশঙ্কার মধ্যেই শান্তিতে ভোট মিটেছে ভাটপাড়ায়। আর ভোট মিটতেই ভাটপাড়ায় বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিল। ফলে কাজ হারাল প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। রবিবার সকালেই কাজে যোগ দিতে গিয়ে কর্মচারীরা মিলের গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ দেখতে পান। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অশান্ত হয়ে ওঠে এলাকা। শ্রমিকদের ক্ষোভ আছড়ে পড়ে মিল সংলগ্ন শ্রমিক ইউনিয়নের কার্যাগুলিতে। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা। সেইসঙ্গে মিল খোলার দাবিতে ঘোষপাড়া রোড অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর পুলিশ অবশ্য বুঝিয়ে সুঝিয়ে রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।
শ্রমিকদের দাবি, ভোটের জন্য কয়েকদিন বন্ধ ছিল রিয়ালেন্স জুটমিল, রবিবার থেকেই মিল খোলার কথা ছিল। সেইমতো এদিন সকালে কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। কিন্তু মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। এরপরই ফের অশান্ত হয়ে ওঠে এলাকা। ভাঙচুর, আগুন ও অবরোধে বেশ কিছুক্ষণ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কাঁকিনাড়ার ভাটপাড়া মোড় এলাকায়। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বক্তব্য, গতবার লকডাউনের সময় মারাত্মক সংকট তৈরি হয়েছিল শ্রমিকদের মধ্যে। হতাশা গ্রাস করেছিল গোটা শ্রমিক মহল্লায়। এরপর ধীরে ধীরে সেই হতাশা কাটিয়ে ওঠার সময়ই ফের নেমে এল বিপর্যয়। তবে ঠিক কি কারণে মিল বন্ধ হল সেটা জানায়নি রিলায়েন্স জুটমিল কর্তৃপক্ষ।
Post a Comment
Thank You for your important feedback