করোনায় প্রয়াত তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর দত্ত

 


কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরিশঙ্কর দত্ত। বয়স হয়েছিল ৭০ বছর। বুধবার রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । ২০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা গৌরিশঙ্করবাবুকে। পরে তাঁর শ্বাসকষ্ট হলে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা।

২০১৬ সালে তেহট্ট বিধানসভা কেন্দ্রে থেকে জয়ী হলেও এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের জেলা সভাপতি হওতার পরই দলে কোণঠাসা হয়ে পড়েন গৌরিশঙ্কর দত্ত। ১০ মার্চ কলকাতায় বিজেপিতে যোগদান করেন গৌরিশঙ্কর দত্ত। খাদি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। গৌরীশঙ্কর দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নদিয়াজুড়ে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post