চতুর্থ দফার ভোটে প্রথমবার রক্ত ঝরল বাংলায়

 

শনিবার চতুর্থ দফা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে । অন্যদিকে ভোট শুরু হতেই ফের উত্তপ্ত শীতলকুচি। সেখানে তৃণমূল কর্মীদের ওপর ধারালো অস্ত্রের কোপ বসানো হয়. এরপর বেশ কয়েকজণ তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শীতলকুচি বিধানসভার পাগলাপীর এলাকার ঘটনা। ২৬৫ নম্বর বুথে এই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ সকাল বেলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী শীতলকুচি বিধানসভার পাগলাটে এলাকার ২৬৫ নম্বর বুথে সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই বিজেপির দুষ্কৃতীরা অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। উত্তপ্ত গোটা এলাকা। আহত তৃণমূল কর্মী আসাদুল মিয়া,আমিনুর মিয়া, আব্দুল আজিজ মিয়া ওরফে টুলু।এরপর শীতলকুচিতে ফের উত্তপ্ত পরিস্থিতি।বোমাবাজি -গুলি চলে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।পুলিশ ইতিমধ্যে লাঠিচার্জ শুরু করে.জানা যায় গুলি লেগে একজনের মৃত্যু হয়. গুলিবিদ্ধ হন আনন্দ বর্মন। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।


এদিকে দক্ষিণ সোনারপুর বিধানসভা কেন্দ্রে কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ পরিদর্শনে ঘলেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। সেখানে এখনও ভোট শুরু হয়নি। লম্বা লাইন পরে গেছে ভোটারদের।

কসবায় বাম এজেন্টকে বসতে দেওয়ায় বাঁধা। অভিযোগ আসে তৃণমূলের বিরুদ্ধে। ৬০ নম্বর বুথের ঘটনা। উত্তেজনা ছড়িয়ে পরে কসবায়।

ভাঙ্গর উত্তর গাজীপুর পুকুর জুনিয়র হাই স্কুলে অনেকে ভোরটাররাই ভোট দিতে এসেছে।অথচ তাদের কাছে আইডি কার্ড নেই. এরপর পুলিশের বার্তা যারা ভোট দিতেও আসছেন তারা আইডি কার্ড নিয়ে আসর জন্য।

যাদবপুরে সুজন চক্রবর্তীর পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয়. জখম মহিলা পোলিং এজেন্ট।তিনি অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে।

এদিকে নাটাগড় বিধানসভা কেন্দ্রের তৃণয়মূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ সকলে হেলমেট পরে ঘুরছেন।তিনি মনে করছেন যেকোন ও সময় আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে।


বালি বিধানসভা লালবাবা কলেজে ৬৮ ননম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। ইভিএম সমস্যা। ইভিএমে দু নম্বর বোতাম প্রেস হয়েছিল.. দু'নম্বরে নাম রয়েছে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার। নতুন ব্যালট মেশিনটা পরিবর্তন করা হচ্ছে।

হুগলির বীণাপানী বালিকা বিদ্যালয়ের ৪৮ নম্বর বুথে মকপোল শুরু হয়েছে। এখানে মহিলা পরিচালিত দুটি বুথ। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। এরমধ্যে দুটি বুথের মধ্যে ৪৮ বুথের ইভিএমে গণ্ডগোল থাকায় মকপোল বন্ধ রয়েছে।






 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post