শনিবার পঞ্চম দফার ভোট। একুশে ভোটযুদ্ধের লড়াই হাড্ডাহাড্ডি। আজ বাংলার ৬ জেলায় ৪৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। এদিকে নিরাপত্তা কড়াকড়ি সকাল থেকেই। একেই করোনার জের অন্যদিকে সচেতন মেনে চলছে ভোপর্ব। বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়। কল্যাণীতে ভোটারদের মারধরের অভিযোগ উঠল। ভোটারদের মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ ভোটারদের।
রাজারহাট নিউটাউন কেন্দ্রে এ পি যে আব্দুল কালাম ২৭৯ বুথে EVM বিকল।
বরানগর বিকেসি কলেজে EVM খারাপ। বুথে না ঢুকতে দেওয়ার অভিযোগ পার্নো মিত্রর।
পূর্ব বর্ধমানের মেমারির নওহাটি বুথে BJP এজেন্টকে ঢুকতে বাধা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রায়নার ৯৪ নম্বর বুথে EVM খারাপ। পরে বদলে দেওয়া হয়।মেমারি বিধানসভার বামুনপাড়া ২৩২-এ নম্বর বুথে EVM খারাপ। জামালপুর বিধানসভার ১৪০ ও ১৯৬ নম্বর বুথে EVM খারাপ।
দার্জিলিঙে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।
কামারহাটি বুথে ভোটারদের লাইন।
রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের এজেন্টের বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি গতকাল রাত দুটো নাগাদ ঘটেছে। ভয়ে বুথে যেতে চাইছেন না তৃণমূল বুথ এজেন্ট নন্দ দুলাল দাস। ঘটনাটি ঘটেছে নিউটাউন তারুলিয়া সেকেন্ড লেনে। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিধাননগর ২৬৫ নম্বর বুথে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধোর করা হচ্ছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এদিকে দমদমে ১২, ১৫, ১৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিমল শঙ্কর নন্দ ভোট লুঠের আশঙ্কা করছেন।
দক্ষিন দমদম পুরসভার দিঘীরপাড় ৩২ নম্বর ওয়ার্ড ৭৫ নম্বর বুথ সুজিত বোস এর নামে দুজন প্রার্থী। একজন তৃণমূল একজন নির্দল। নির্দল প্রার্থী সুজিত বোস এর বুথ এজেন্ট বসতে বাধা। বুথ এ এসে এজেন্টকে বসালেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তৃণমূলের অভিযোগ এই নির্দল প্রার্থী সুজিত বস বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ডেমি ক্যান্ডিডেটলিন্দীর ৬২ নম্বর বুথে সুজিত বসু কে বসতে বাঁধা দেওয়া হয় । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ।
মিনাখা বিধানসভার ১১৪ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ। সিপিএম বোমাবাজি করছে বলে অভিযোগ। বোমাবাজি তে আহত বিজেপি মিরাজুল করিম।
ইভিএম খারাপ থাকার কারণে ভোট দিতে পারলেনা বারাসাত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর চ্যাটার্জী
পানিহাটি বিধানসভার ১১২ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট প্রশান্ত দাসকে হুমকির অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় এর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে তিনি খড়দহ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
Post a Comment
Thank You for your important feedback