রবিবার রাতে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈর হল ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগের খেলায়। সতীর্থ এক ফুটবলারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার প্রতিবাদে মাঠ ছাড়লেন স্পেনের লা-লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। কাডিসের বিরুদ্ধে খেলা ছিল ভ্যালেন্সিয়ার। ওই ম্যাচের ৩০ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে। ভ্যালেন্সিয়ার ফরাসি ডিফেন্ডার মুক্তার দিয়াখাবি ও কাডিসের হুয়ান কালা ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই সময় ডিয়াখাবিকে কিছু একটা বলেন কাডিসের হুয়ান। এরপরই বিমর্ষ হয়ে পড়েন দিয়াখাবি। তিনি সতীর্থ খেলোয়াড়দের সমস্তটা খুলে বলেন। এরপরই প্রতিবাদে সকল ভ্যালেন্সিয়া ফুটবলার মাঠ ছাড়েন। ফলে খেলা বন্ধ থাকে ১৫ মিনিট।
𝗡𝗢 𝗧𝗢 𝗥𝗔𝗖𝗜𝗦𝗠 ✊🏽✊🏿
— Valencia CF 🦇🍊🌊 (@valenciacf_en) April 4, 2021
The team have held a meeting and decided to continue the game, in order to fight for the honour of the club, but denounce racism of any kind.#CádizValencia
যদিও দিয়াখাবির অনুরোধে পরে ভ্যালেন্সিয়ার ফুটবলাররা মাঠে ফিরে আসেন। ম্যাচ শেষে ভ্যালেন্সিয়া অধিনায়ক হোসে গায়া বলেন, ‘দিয়াখাবি আমাদের জানান ওকে অপমান করা হয়েছে এবং তার প্রতিবাদেই আমরা মাঠ ছাড়ি। পরে ক্লাবের কথা মাথায় রেখে দিয়াখাবি আমাদের খেলার জন্য অনুরোধ করেন। ওর অনুমতি ছাড়া আমরা মাঠে ফিরতে পারতাম না। তবে ম্যাচে কাডিসের কাছে ২-১ গোলে হারতে হয়েছে ভ্যালেন্সিয়াকে। গোটা ঘটনায় এখনও মুখ খোলেনি লা-লিগা কর্তারা। তবে ঘটনার তদন্ত শুরু করেছে স্পানিশ ফুটবল সংস্থা।
Post a Comment
Thank You for your important feedback