বিজেপি ক্ষমতায় এলে বদলে যাবে পাহাড়। ২ মে-র পর হবে দীপাবলি। মঙ্গলবার দার্জিলিংয়ে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি জানালেন এই কথা। বললেন, ২ মে-র পর পাহাড়েও প্রকৃত উন্নয়ন হবে। দার্জিলিং হবে মিউনিশিপ্যাল কর্পোরেশন, হবে পানীয় জলের ব্যবস্থাও। সেই সঙ্গে পাহাড়বাসীদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি এদিন বললেন, আমি জানি গোর্খা সমস্যার স্থায়ী সমাধান কী হতে পারে সেটা নিয়ে চিন্তা আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের সংবিধান অনেক বড়। আপনাদের কথা দিয়ে যাচ্ছি পাহাড় সমস্যার সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে। আপনাদের আর আন্দোলন করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলেই এটা সম্ভব। পাশাপাশি এদিন তিনি ১১ গোর্খা গোষ্ঠীকে তফসিলি উপজাতির (ST) মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
অপরদিকে NRC নিয়ে এদিনও মুখ খোলেন অমিত শাহ। দার্জিলিং থেকেও তিনি বলেন, পশ্চিমবঙ্গে NRC করানোর কোনও পরিকল্পনা নেই বিজেপির। তবু যদি কখনো তা হয় তাহলেও গোর্খাদের গায়ে হাত দিতে পারবে না কেউ। কারণ গোর্খারা অনুপ্রবেশকারী নন। সেইসঙ্গে গোর্খাদের ওপর থাকা সমস্ত রাজনৈতিক মামলা বিজেপি সরকার প্রত্যাহার করবে বলেও প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। আবার দার্জিলিংয়ের উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, দেশের দ্বিতীয় সব থেকে পুরনো পুরসভা হল দার্জিলিং। কিন্তু আধুনিক উন্নয়ন থেকে বঞ্চিত এই শৈল শহর। গত ৭০ বছর ধরে কংগ্রেস, বাম ও তৃণমূল পাহাড়ের জন্য কিছুই করেনি। বিজেপি ক্ষমতায় এলে পাহাড়কে আধুনিক পরিকাঠামোয় সাজানো হবে। উল্লেখ্য, পাহাড়ের তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। এখানে যদিও তৃণমূল বিমল গুরুং গোষ্ঠীকে আসন ছেড়েছে। ফলে গোর্খা জনমুক্তি মোর্চার একাংশের সঙ্গেই বিজেপির লড়াই।
Post a Comment
Thank You for your important feedback